শাহ মিডু, নিউজফেস বিডি ডট কম।
আগামী ৭ চৈত্র মোতাবেক ২১ মার্চ, ২০২৪ ইং বৃহষ্পতিবার অনুষ্ঠিতব্য মহাত্মা সম্মেলনকে সামনে রেখে রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ)’র উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়
সুলতানুল আরেফিন, শাহছুফি মাওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে ভাণ্ডারী (ক.)’র রওজা প্রাঙ্গণে।
.
উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহাত্মা সম্মেলন তথা ইউনিভার্সেল ছুফি ফ্যাষ্টিবলের আয়োজক ও রাহে ভান্ডার এনোবল এওয়ার্ডের প্রবর্তক
হযরতু আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ
( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম )।