Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

আজ দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সভা

ছৈয়দ ছরোয়ার/ নিউজফেস বিডি ডট কম :

আজ মঙ্গলবার ২১ তম পবিত্র দরসুল কোরআনে মাহফিল প্রস্তুতি কমিটির সভা ও প্রকাশনা বিতরণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ‘২৪) বিকেল ৫ ঘটিকায় নগরীর চেরাগি পাহাড় মোড়স্থ সালমা ভবনে ২১তম পবিত্র দরসুল কোরআন মাহফিল সফল করতে প্রস্তুতি কমিটির সভা এবং দরসুল কোরআন মাহফিলের প্রকাশনা বিতরণ করা হবে।

একেএমবি এর দাপ্তরিক সচিব মুহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত এক বিকৃতিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ( একেএমবি)’র ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আগামী ০১ ও ০২ মার্চ ‘২০২৪ শুক্রবার ও শনিবার বিকেল ২ ঘটিকা থেকে ঐতিহাসিক ২১ তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় প্রস্তুতি কমিটি, উপ কমিটি ও সমন্বয়কমিটির সকল সম্মানিত দায়িত্বশীলদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বিনীতভাবে আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles