Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

ফছিহুল হক তরুণ লেখকদের পথিকৃৎ: ড. মোহীত উল আলম

.

নিশাত/ নিউজফেস বিডি ডট কম :


চট্টগ্রাম অমর একুশে গ্রন্থ মেলার মুক্তমঞ্চে, সি. আর. বি. শিরিষ তলায় “কর্ণফুলির ইতিহাস ও ঐতিহ্য” এবং “চট্টগ্রামের সূফী দরবেশ” শীর্ষক ২টি বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তরুণ লেখক ও গবেষক মুহাম্মদ ফছিহুল হকের।

এ মহতি আয়োজনের উদ্বোধন করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.), আজ ৬ ফাল্গুন ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার, বিকাল ৪:৩০ মিনিটে। তিনি বলেন, “একুশের বইমেলা প্রবীণদের পাশাপাশি তরুণদেরও মেধাবিকাশে ভূমিকা রাখছে”।


বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি’র কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক শাহ মিডুর গ্রন্থনা ও সঞ্চালনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন প্রকাশক সংস্থা প্রজ্ঞালোক প্রকাশনীর সত্ত্বাধিকারী রেহানা চৌধুরীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ত্রিশাল, ময়মনসিংহ) সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন সভাপতি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইংরেজী বিভাগের প্রাক্তন সভাপতি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন, প্রায় ৫৬টি গ্রন্থের রচয়িতা , প্রখ্যাত সাহিত্যিক ড. মোহীত উল আলম। প্রধান অতিথি ড. মোহীত উল আলম মোড়ক উন্মোচন শেষে বলেন, ” তরুণ লেখক মুহাম্মদ ফছিহুল হক পেশাদার গবেষকের মত শ্রম,নিষ্ঠা ও অনুসন্ধিৎসু মন নিয়ে দুটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন। আমার বিশ্বাস তাঁর লেখনী একদিন তাঁকে খ্যাতিমান গবেষকের আসনে সমাসীন করবে। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। মোবাইলের যুগে লেখালেখিতে ফছিহুল হক তরুণ লেখকদের পথিকৃৎ হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
ইসলামিক স্কলার ও প্রখ্যাত গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সামাজিক সংগঠন ‘ নিষ্ঠা ফাউন্ডেশনের ‘ প্রতিষ্ঠাতা ও বর্তমান সহ সভাপতি ড. মাওলানা নূর হোসাইন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ড. আয়েশা আফরিন।
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, শিক্ষাবিদ ও সুদক্ষ সংগঠক জনাব মুহাম্মদ আমির উদ্দীন।
বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গঠিত ‘নাট্যকেন্দ্র’র প্রতিষ্ঠাকালীন সদস্য, ছড়াকার সংসদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আ ফ ম মোদাচ্ছের আলী।
ছুফি লেখক – গবেষক সূফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, শিশুসাহিত্যিক নাজমাতুল আলম।


আরও উপস্থিত ছিলেন আমার সন্তান আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব সুলতানুল আলম খোকন, এনিজিও সংস্থা প্রত্যাশির প্রজেক্ট ম্যানেজার সূফী মনি, এডভোকেট ইব্রাহীম বিপু, ডা. কাজী সাজিয়া আফরিন শাওন, রোকেয়া খানম অনু, এডভোকেট নাহিদ মুনতাহা, ডা. জিহান রাসুল হক, চট্টগ্রাম টেক্সটাইল ইনষ্টিটিউটের লেকচারার আবু মুসা প্রমুখ।

বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles