Tuesday, November 5, 2024

সর্বশেষ

অপরাপর

ঢাবিতে জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠিত 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘জাপানিজ স্টাডিজ ডে’ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

সাত বছর পূর্তি উপলক্ষে জাপানিজ স্টাডিজ বিভাগ রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। আগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) এর সমাপনী অনুষ্ঠিত হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউভিশন সলিউশন্স লিমিটেডের মহাপরিচালক তারেক রাফি ভূঁইয়া জুন, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন এবং জাপান ফাউন্ডেশনের দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো।

সহকারী অধ্যাপক শিবলী নোমানের পরিচালনায় অনুষ্ঠানের সম্মানীত অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল- মামুন।

এছাড়া উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), মিতসুবিশি কর্পোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশন্স লিমিটেড, জাপান- বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে পুরো বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বিভাগ অন্যান্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে আছে এসিআই মটরস, কো-স্পন্সর আইডিসি, প্লাটিনাম স্পন্সর লায়ন কল্লোল লিমিটেড এবং গোল্ড স্পন্সর হিসেবে আছে উয়াসা ব্যাটারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles