পবিত্র রমজানের আগেই ভর্তুকি দিয়ে নিত্যপণ্য ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি)। শুক্রবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।
নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা প্রমুখ।
মোমিন মেহেদী বলেন, পবিত্র মাহে রমজান আসন্ন। এমন পরিস্থিতিতে আমজনতা জেনে গেছে, তারা কারা, যারা নিজের আরাম-আয়েশি জীবনযাপনের কথা ভেবে ভয়াবহভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উস্কানি দিচ্ছে। এর পাশাপাশি তারা পানি-গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য বারবার প্রস্তাব দিচ্ছে এবং বৃদ্ধি করে নিজেদের আখের গোছাচ্ছে। যারা দেশের বাইরে শত শত বাড়ি করছে জনতার রক্তচোষা অর্থে। তাদেরকে জনগণ কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইতিহাসও।