বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেছেন, খুব শীঘ্রই সাংবাদিকদের জন্য পেনশনের ব্যবস্থা হবে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে অগ্রাধিকার পাবেন যারা শুধু সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা।
রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশের সাংবাদিকরা অবসরে গেলে পেনশন পান। ১০ম ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের বেতন-ভাতার বৈষম্য দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, সহ-সভাপতি আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আ. স. ম মাহামুদুর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ শফিউল ইসলাম সৈকত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য শফিউল আজম টুটুল প্রমুখ।