Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

সদস্যপদ বাতিলের ঘোষণা, জায়েদ বললেন ‘পদক্ষেপ নেব’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। শনিবার (২ মার্চ) সংগঠনটির বার্ষিক বনভোজনে অনুষ্ঠিত সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

তবে জায়েদ খান এ বিষয়ে এখনো কোনো চিঠি পাননি। তা জানিয়ে এই নায়ক বলেন, ‘আমার কাছে এখনো এ বিষয়ে কোনো চিঠি আসেনি। আগে চিঠি হাতে পাই তারপর বলতে পারব, কেন তারা এমনটা করেছে।’

এ বিষয়ে পদক্ষেপ নেবেন জায়েদ খান। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি একজন ব্যক্তির আক্রোশের শিকার। শিল্পী সমিতিতে সে নিজের মতো করে সকল সিদ্ধান্ত গ্রহণ করছে। আমার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেটাও করা হয়নি। কিছু জানানোও হয়নি। চলচ্চিত্রাঙ্গনের আমার সিনিয়রদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles