ছবিতে দেখা যাচ্ছে লাল টুকটুকে হৃদয়ের সিম্বল বা চিহ্ন। কথায় আছে, প্রেমের শুরুতে হৃদয় ভাঙা সুলক্ষণ। এতে শুরুতেই সম্পর্কের গিঁট মজবুত হয়। তারপরেও আমরা চাই, আপনার প্রেমের সম্পর্ক সব সময় ভালো থাকুক। তবে আজকে যে ছবিটি নিয়ে কথা হচ্ছে, সেখানে একটি ভাঙা হৃদয়ের সিম্বল রয়েছে।
এই সিম্বলটি খুঁজে পেলে বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি খুব ভালো।
ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশনে চোখ রাখুন। তারপর পুরো ছবিটা ভালোভাবে দেখে খুঁজে বের করুন সেই ভাঙা হৃদয়। যদিও সেটি খুঁজে পাওয়া খুবই কঠিন। বলতে গেল প্রায় অসম্ভব। তবে কঠিনকে জয় করার মধ্যে আনন্দ বেশি। এই কঠিন কাজটি করে আপনিই আপনার দৃষ্টিশক্তি পরীক্ষা করে নিতে পারেন।
ছবিতে দেখতে পারছেন এক নারী দাঁড়িয়ে রয়েছেন। তার সাদা ফ্রকের উপরেও ছোট ছোট লাল হৃদয়ের চিহ্ন। দেখুন তো এই ছবিতে আপনি সেই ভাঙ্গা হৃদয়ের চিহ্ন খুঁজে পেলেন কিনা।
না পারলে নিচে দেওয়া রইলো সমাধান।