আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার বা’দ যোহর থেকে চট্টগ্রাম মাইজভান্ডার শরীফস্থ গাউসিয়া রহমানিয়া গনি মনজিলে শাহাদাত বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হবে।
গাউসিয়া রহমানিয়া গনি মনজিল এর মহান ওলিয়ে কামেল মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.)র দরবারে এ দিন যৌথ ভাবে, আমিরুল মু’মিনীন, খলিফাতুল মুসলিমীন হযরত আলী ইবনে আবি তালিব (রা.)র শাহাদাত বার্ষিকী ও মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.)র মাসিক মাহফিল উপলক্ষে রুহানী আলোচনা, মিলাদ শরীফ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
দরবারের সাজ্জাদানশীন প্রফেসর শাহসূফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ)র সভাপতিত্বে অনুষ্ঠেয় রুহানী আলোচনা মাহফিলে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল ইসলাম ফোরকানি, মাওলানা আলী আজম রেজভী, মাওলানা কাযী সেলিম উদ্দীন, মাওলানা ইকরাম উদ্দীন, আলহাজ্ব শাহজাদা সৈয়দ আহমদ গনি চৌধুরী, অধ্যক্ষ নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দীন, মাওলানা মোহাম্মদ মোতাহের হোসেন, হাফেজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মুহাম্মদ মোজাফফর, মাওলানা আরাফাত হোসেন তাহসিন, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা নাঈম উদ্দীন হাসিব প্রমূখ।
বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করবেন প্রফেসর শাহসূফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ)।
— বিজ্ঞপ্তি