Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

দৃষ্টি চট্টগ্রামের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

দৃষ্টি চট্টগ্রামের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল বন্দরনগরীতে গতকাল।

৩২ পেরিয়ে ৩৩ বছরে পদার্পণে রাজনৈতিক, শিক্ষাবিদ, সামাজিক, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মার্চ বিকেলে ‘এগিয়ে চলার ৩২ বছর’ এই শিরোনামে নগরীর ২ নং গেইটে একটি রেস্টুরেন্ট বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে দৃষ্টির সাবেক ও বর্তমান সদস্যের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে সাংস্কৃতিক বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে সংগঠনটি। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, বিজ্ঞান উৎসব, ছায়া জাতিসংঘ সম্মেলন ও বহুবিধ আয়োজনে দৃষ্টি চট্টগ্রাম অনন্য। দৃষ্টি চট্টগ্রামের হাত ধরে চট্টগ্রামের বিতর্ক অঙ্গন আজ চট্টগ্রামের সীমানা পেরিয়ে সারাদেশে বিস্তৃতি লাভ করেছে।

বক্তারা আরো বলেন, শুধুমাত্র বিতর্ক চর্চার মাধ্যমে এতো দীর্ঘ সময় পাড়ি দেওয়ায় সত্যিই প্রশংসার দাবিদার দৃষ্টি চট্টগ্রাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রারম্ভেই দৃষ্টি চট্টগ্রামের এই পথ পরিক্রমায় অবদান রাখায় দৃষ্টি চট্টগ্রামের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামে প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি ও কো ফাউন্ডার কসশাফুল হক শেহজাদকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রধান করেন দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান শিক্ষাবীদ সাফিয়া গাজী রহমান ও দৃষ্টি চট্টগ্রামের ফাউন্ডার মাসুদ বকুল। এছাড়াও শিক্ষাজীবনে সফলতা অর্জন করায় দৃষ্টি চট্টগ্রামের সদস্য এহতেশামুল হক রিশতা, আবু সায়েম ও অলোক নাথকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠান সমন্বয়কারী কাজী আরফাত। বক্তব্য রাখেন প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিব রহমান, সাবেক সচিব এলেঙ আলীম, কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দীন আহমেদ, সাউথ ইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান রাশেদুল আমিন রাশেদ, ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক প্রধান কায়েস চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের উপদেষ্টা ছাইফুল হুদা সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, এস্পেরিয়া হ্যালথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ, র‌্যাঙ্কনের সিইও তানভিব শাহরীয়ার রিমন, কনফিডেন্স সল্টের হেড অব মার্কেটিং নওশাদ ইমতিয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, দৈনিক আজাদীর সহসম্পাদক রেজাউল করিম, মানবাধিকার কর্মী সাইফুল আলম খান, ডা. মাসুদ রানা, মুজাহুদুল ইসলাম, প্রনব চৌধুরী, ডা. ফয়সল চৌধুরী, জয়শ্রী বিশ্বাস, রিদোয়ান হক, সাংবাদিক মুজিবুল হক, বৃজেট ডায়েস, বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, সাবের শাহ, সাইফুদ্দীন মুন্না, এডভোকেট মিলি চৌধুরী, আফসানা তমা, রিদোয়ান আলম আদনান, মুন্না মজুমদার, তানভীর আল জাবের, সাখাওয়াত হোসেন মজুমদার, সাদিয়া আফরিন, হাসান জাদিদ মাশরুখ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles