Saturday, December 7, 2024

সর্বশেষ

অপরাপর

হাইকোর্ট মাজার প্রাঙ্গণে জিকরে মাওলা আলী (আ:) মাহফিল কাল

 

বেলায়াতের মহান সম্রাট হযরত মাওলা আলী (আ:)-এর ২১ রমজান শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে “জিকরে মাওলা আলী (আ:) মাহফিল” আগামী কাল ২ রা এপ্রিল ২০২৪ ইং মঙ্গলবার। 

“সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে ঢাকাস্থ হাইকোর্ট মাজার প্রাঙ্গণে বিকাল ০৩ টায় অনুষ্ঠিতব্য আয়োজনের উদ্বোধন করবেন আমিরিকা বাংলদেশ ইউনিভর্সিটির ভিসি প্রফেসর ড. আল্লামা আতাউর রহমান মিয়াজী।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ -এর কেন্দ্রীয় চেয়ারম্যান, পীরে তরিকত আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে এবং মহাসচিব ড.আনিসুর রহমান জাফরী বা- ঈমান আল-ওয়ার্সীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত শাহ্ সাঈদ আন্ওয়ার মোবারকী ক্বাদরী, গদীনশীন পীর, বকসীবাজার খানকাহ্ ফকির জহুর আল ক্বাদরী, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক, চেয়ারম্যান, মোবারকী গ্রুপ, ঢাকা।

প্রধান বক্তব্য উপস্থাপন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর আল্লামা খন্দকার গোলাম মওলা নকসেবন্দী । এতে বহু বরেন্য আলেম ও পেশাজীবিগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles