ছয়টি মামলা রেকর্ড করেছে পুলিশ আজ শুক্রবার রুমা ও থানচি থানায়। বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় এ মামলাগুলো রেকর্ড করা হয়।
কারও নাম নেওয়া না হলেও, মামলার এজাহারে কুকি চীন সন্ত্রাসীদের কথা উল্লেখ রয়েছে। সব মামলায়র এজাহারে লেখা হয়েছে পাঁচশত অজ্ঞাত আসামির কথা।
তবে এখনো উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র ও গুলি। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূর আলম মিনা এক সংবাদকর্মীকে বলেন, দুই থানায় ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই, ডাকাতির ঘটনায় কয়েকশ অজ্ঞাত সন্ত্রাসীকে আসামি করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। রাতে থানচি থানায় আক্রমণের ঘটনায় আরও একটি মামলা করা হবে।
রুমা ও থানচিতে গত মঙ্গলবার ও বুধবার তিনটি ব্যাংকে ডাকাতি ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় কুকি সন্ত্রাসীরা।