Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

সুলতান ভান্ডার দরবারে ওরছ অনুষ্ঠিত

প্রখ্যাত ছুফি সাধক হযরত শাহ সুলতানুল আউলিয়া (ক.)’র খোশরোজ ও বেছাল বার্ষিকী উপলক্ষ্যে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয় পহেলা জানুয়ারী।

পটিয়াস্থ সুলতান ভান্ডার দরবার শরিফে আয়োজতি এ মহতি মাহফিলে মহাসম্মানিত অথিথির আসন অলংকৃত করেন মাইজভার দরবার শরিফের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশিন ও আওলাদ যথাক্রমে

সৈয়দ শাহাদাত উদ্দিন, সাজ্জাদানশীন,গাউছিয়া রহমান মঞ্জিল।

সৈয়দ নজরুল হুদা, সাজ্জাদানশীন, গাউছিয়া রহমান মঞ্জিল।

সৈয়দ নাফিসুর রহমান, নায়েব সাজ্জাদানশীন, গাউছিয়া রহমান মঞ্জিল।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাত্মা সম্মেলনের আয়োজক ও চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

সুলতান ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশিন শাহছুফি হযরত ডাঃ মাওলানা এয়াকুব আলী (মা.)’র সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ তকরীর করেন বিশিষ্ট ইসলামী বক্ত- গোমদন্ডি দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন শাহছুফি হযরত মওলানা ছৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি (মা.) প্রমুখ।

— বিজ্ঞপ্তি।

.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles