Monday, October 7, 2024

সর্বশেষ

অপরাপর

বু-আলী কলন্দর (র.)’র ওরছে খলিফায়ে রাহে ভান্ডারী

.

গতকাল ছিল বিশ্ববিখ্যাত ছুফি দরবেশ শেখ শরফুদ্দিন বু আলী শাহ কালন্দর পানিপতি (রঃ)’র ৭৪৩ তম বার্ষিক ওরছ শরীফ।

এ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর সুগন্ধায় সুপ্রতিষ্ঠিত আস্তানা শরিফে এক মাহলিলের আয়োজনা করা হয়। উক্ত দরবারের বিশিষ্ট খাদেম হযরত নজু শাহ (রঃ) মাইজভান্ডারীর সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ মিয়া (মা.)’র তত্ত্বাবধানে হয় এ আয়োজন।

.

.

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার সিলসিলার অন্যতম সম্মানিত খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদে পাক শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু (মা.)। এতে ছুফিয়ানা ভাব সঙ্গীত পরিবেশন করেন সমকলিন প্রখ্যাত ছুফি শিল্পী জনাব শোবায়ের কাওয়াল।

.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles